গাঁজাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি : আরপিএমপি

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার (১৩ ডিসেম্বর) আরপিএমপির ডিবির উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনানের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ সাজ্জাদ হোসেনের অপারেশন পরিকল্পনায় একটি দল রংপুর কোতয়ালী থানাধীন ৩০ নম্বর ওয়ার্ডের মরিয়ম চক্ষু হাসপাতালের পশ্চিমে আমিন ব্যাটারি হাউজ নামের দোকানের সামনে অভিযান চালায়।

অভিযানে ২ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) আরপিএমপির অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।

আসামিরা হলেন, মোঃ তুহিন ইসলাম ওরফে তমাল (২১); তিনি লালমনিরহাট সদরের ৪ নম্বরে ওয়ার্ডের কুলাঘাট বাজারে বাস করেন। মোঃ জাকির হোসেন (২৩); তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার গোড়কমন্ডল (বিডিআর বাজার) এলাকার বাসিন্দা।

অভিযানে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।