গাঁজাসহ গ্রেপ্তার তিন মাদক কারবারি। ছবি : আরএমপি

রাজশাহীতে গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। খবর আরএমপি নিউজের।

তাঁরা হলেন রাজশাহী জেলার বানেশ্বর থান্ডারপাড়ার মো. মানিক আলী (২১), মো. আরমান হোসেন বাবু (২৮) ও রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়ার মো. মেরাজুল ইসলাম।

গতকাল সোমবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানে ডিউটি করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তথ্য আসে যে, রাজপাড়া থানার তেরখাদিয়ায় তিনজন মাদক কারবারি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছেন।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই দল রাত ১০টায় রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় আসামিদের কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আরএমপি জানিয়েছে, জব্দকৃত গাঁজার দাম প্রায় ১০ হাজার টাকা। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।