গ্রেপ্তার খন্দকার মোহাম্মদ নাজমুল ইসলাম। ছবি : আরএমপি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নারীর ছবি আপত্তিকর ভাষায় পোস্ট এবং পরিচিতদের মানহানিকর মেসেজসহ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতোয়ালি থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টা ৫ মিনিটে কোতয়ালী থানার আওতাধীন বিজিবি মার্কেটের সামনে থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম খন্দকার মোহাম্মদ নাজমুল ইসলাম (৩২)। তিনি রংপুরের কোতয়ালী থানার সিওবাজার এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, একজন ভুক্তভোগী নারী ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’-এর ফেসবুকে পেজে সাইবার স্পেসে হয়রানি সংক্রান্তে অভিযোগ করেন।

অভিযোগে তিনি বলেন, একটি ফেসবুক আইডি ব্যবহার করে তাঁর পূর্বপরিচিত একজন বিভিন্ন ছবি আপত্তিকর ভাষায় পোস্ট করে আসছিলেন। এছাড়া ওই ব্যক্তি পরিচিতদের কাছে তাঁর সম্পর্কে অশ্লীল ভাষায় মেসেজসহ তাঁকে হুমকি দিয়েছেন।

ভুক্তভোগী নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাপ্ত তথ্য-প্রমাণ পর্যালোচনা করা হয়। এরপর প্রযুক্তিগত অনুসন্ধানে ওই ব্যক্তির বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলে।

পরবর্তীতে ভুক্তভোগী নারী মামলা করলে, নাজমুলকে গ্রেপ্তার করা হয়।