হামলায় ক্ষতিগ্রস্ত ভবন। ছবি: সংগৃহীত

ইউক্রেনের উপকূলীয় শহর ওডিসায় শনিবার রাশিয়ার বিমান হামলায় এক শিশুসহ অন্তত পাঁচ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এএফপির।

ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের প্রধান আন্দ্রেই ইয়ারমাক টেলিগ্রাম বার্তায় বলেন, নিহতদের মধ্যে তিন মাস বয়সী এক শিশু রয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলাবা বলেন, ‘ওডিসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার একমাত্র লক্ষ্য হচ্ছে সন্ত্রাস।’

ইউক্রেনের বিমানবাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা রাশিয়ার দুটি টিইউ-৯৫ ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে। কাস্পিয়ান সাগর থেকে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়েছিল। তবে অপর চারটি ক্ষেপণাস্ত্র শহরে আঘাত করে।

বিমানবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড ফেসবুকে দেওয়া পোস্টে বলেন, ‘দুর্ভাগ্যবশত, সামরিক স্থাপনায় দুটি এবং আবাসিক ভবনে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত করে।’