জব্দ করা ইয়াবা বড়ি। ছবি: ডিএমপি

পাকস্থলীতে ইয়াবা বড়ি পাচারের সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।

ডিএমপি জানায়, শনিবার (২৩ এপ্রিল) দুপুরে ডেমরার গলাকাটা ব্রিজ এলাকা থেকে আসামি মোছা. তৈয়বা ও মোছা. ইয়াসমিনকে গ্রেপ্তার করা হয়। আরেক আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিচয় প্রকাশ করা হয়নি। আসামিদের প্রত্যেকের বাড়ি কক্সবাজার জেলায়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাঁরা জানান, পেটের ভেতর ইয়াবা ভরে কক্সাবাজার থেকে ঢাকায় নিয়ে আসছিলেন। পরে তাঁদের গ্রেপ্তার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। পরে পাকস্থলীর ভেতর থেকে ১ হাজার ৫০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।

আসামিরা জানান, এসব ইয়াবা বড়ি পলিথিন ও স্কচ টেপ দিয়ে ছোট বলের মতো তৈরি করে গিলে ফেলতেন। পরে পাকস্থলীতে বহন করে ঢাকায় নিয়ে আসতেন। এরপর মলত্যাগের মাধ্যমে অপসারণ করে ঢাকার বিভিন্ন মাদক কারবারির কাছে বিক্রি করতেন।

আসামিদের বিরুদ্ধে শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।