ছবি : সংগৃহীত

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে।

আজ রোববার (২ জানুয়ারি) সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২৭ হাজার ৫৫৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। খবর সমকালের।

রোববার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মৃত্যু হয়েছে ২৮৪ জনের।

এর আগের ২৪ ঘণ্টায় ভারতে ২২ হাজার ৭৭৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। এই হিসেবে রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন রোগী বেড়েছে ২১ শতাংশ।

এদিকে ভারতে করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের সংক্রমণ বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত নভেম্বরে ভারতে অমিক্রন প্রথম শনাক্ত হওয়ার পর রোববার সকাল পর্যন্ত দেশটিতে করোনার এই ধরনের আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫২৫ জনে। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৫৬০ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতের মহারাষ্ট্র ও দিল্লিতে অমিক্রন ছড়িয়েছে বেশি। এ পর্যন্ত দেশটিতে অমিক্রনে মোট সংক্রমিত ১ হাজার ৫২৫ জনের মধ্যে ৪৬০ জনই মহারাষ্ট্রের।