জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আত্মহত্যার চেষ্টা করা এক যুবককে (১৮) উদ্ধার করেছে পাবনার সাঁথিয়া থানা-পুলিশ। জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৬ মে) বিকেলে পাবনার সাঁথিয়া কাঁচাবাজার থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তাঁর ছেলে দরজা বন্ধ করে হাত-পা কেটে এবং সিলিং ফ্যানের সঙ্গে রশি ঝুলিয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছে। কিছুতেই দরজা খুলছে না। দরজা ভাঙার চেষ্টা করলে গলায় ফাঁস দেওয়ার হুমকি দিচ্ছে। এমন অবস্থায় পুলিশের সহায়তা প্রয়োজন।

জাতীয় জরুরি সেবার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি সাঁথিয়া থানা-পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এরপর ওই যুবকের সঙ্গে কথা বলে তাঁকে শান্ত করে পুলিশ। এরপর তিনি নিজেই দরজা খুলে বেরিয়ে আসেন।

সাঁথিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজোয়ান মীর জানান, ওই যুবকের বাবা সম্প্রতি নৌবাহিনীর সৈনিক পদ থেকে অবসর নিয়েছেন। ওই যুবক কিছুদিন আগে লেখাপড়া ছেড়ে দিয়েছেন এবং প্রচুর টাকা অপচয় করতেন। এ নিয়ে তাঁকে শাসন করায় এবং টাকা না দেওয়ায় অভিমানে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।