কোস্ট গার্ডের হেফাজতে উদ্ধার হওয়া নাবিকেরা। ছবি : বাংলাদেশ পুলিশ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে বঙ্গোপসাগরে ডুবন্ত একটি লাইটার জাহাজের ১১ জন নাবিককে উদ্ধার করেছেন কোস্ট গার্ডের সদস্যরা। রোববার (১৪ জানুয়ারি) জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেন।

শনিবার (১৩ জানুয়ারি) ওই জাহাজের নাবিক ইব্রাহীম শেখ ৯৯৯ নম্বরে ফোন করে জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী পাথরবাহী এমভি টিটু-৫৮ নামের লাইটার জাহাজের তলা ফেটে পানি ঢুকেছে। ভাসানচর থেকে ৭ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে ডুবতে শুরু করেছে জাহাজটি। এমন পরিস্থিতিতে সহায়তা চান তিনি।

জাতীয় জরুরি সেবার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি কোস্ট গার্ড কর্তৃপক্ষকে অবহিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ডুবন্ত জাহাজের ১১ জন নাবিককে উদ্ধার করে কোস্ট গার্ড ইস্ট জোনের উদ্ধারকারী দল। তবে জাহাজটি সাগরে ডুবে যায় বলে জানান কোস্ট গার্ডের কর্মকর্তা মোহাম্মদ আলী।