মেঘনা নদীতে হিজলা নৌ পুলিশের অভিযান। ছবি: বাংলাদেশ পুলিশ।

বরিশালের হিজলা নৌ ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার করেছে।

নৌ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একটি টিম আজ ১৭ মে মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালানোর সময় আনুমানিক ১ লক্ষ ৯৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ হাজার মিটার চরঘেরা জাল উদ্ধার করে।

উদ্ধার কারেন্ট জালের আনুমানিক মূল্য ৫৮ লক্ষ ৫০ হাজার টাকা ও চরঘেরা জালের আনুমানিক মূল্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা।

এ ছাড়া নৌ পুলিশের টিম ২০ কেজি মাছ উদ্ধার করেছে, যার আনুমানিক মূল্য ৬ ছয় হাজার টাকা।

অভিযানকালে দুজনকে আটক করা হয়। তবে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।
পরে উদ্ধার করা অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ অসহায়দের মাঝে বিতরণ করা হয়।