উদ্ধার হওয়া জেলেদের একাংশ। ছবি : বাংলাদেশ পুলিশ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সাগরে নিমজ্জিত ট্রলারের ২৯ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বুধবার (২০ সেপ্টেম্বর) ৯৯৯ নম্বরে ফোন করে এক ব্যক্তি জানান, গত ১৫ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের বাঁশখালী শেখের খাল বাজার থেকে একটি মাছ ধরার ট্রলার নিয়ে পটুয়াখালীর মায়ারচর এলাকায় রওনা দেন ২৯ জেলে। গত ১৭ সেপ্টেম্বর ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং গত ২০ সেপ্টেম্বর চর তুফানিয়া এলাকায় নিমজ্জিত হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে উদ্ধারের অনুরোধ জানান তিনি।

জাতীয় জরুরি সেবার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি কোস্টগার্ডের আন্ধারমানিক, নিজামপুর ও রাঙ্গাবালী স্টেশনে জানানো হয়। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছয় কোস্টগার্ড রাঙ্গাবালীর একটি দল। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ওই ২৯ জেলেকে উদ্ধার করে কোস্টাগার্ডের সদস্যরা।

কোস্টগার্ড জানায়, ভুক্তভোগীদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে। বর্তমানে সবাই সুস্থ আছেন। গলাচিপা এলাকায় ট্রলার মালিকের কাছে তাঁদের হস্তান্তর করা হবে।