৯৯৯ নম্বরে কল পেয়ে উদ্ধার হওয়া তিন নারী। ছবি: পুলিশ নিউজ

তাঁরা ঢাকার ডেমরায় বসবাস করেন। ভারতে কাজ দেওয়ার কথা বলে মুন্নী নামক এক নারীর মাধ্যমে তাঁরা তিনজন ৭ ফেব্রুয়ারি ঝিনাইদহের মহেশপুর থানাধীন সীমান্তবর্তী যাদবপুর ইউনিয়নের জলুলী গ্রামে আসেন। এরপর একটি বাড়িতে তিন দিন ধরে বন্দি আছেন, এমন তথ্য জানিয়ে ১০ ফেব্রুয়ারি রাত দুইটায় একজন নারী কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানান।

তিনি জানান, তাঁর বয়স ২৫ বছর। তাঁর সঙ্গে থাকা অন্য দুজনের বয়স ২২ ও ৪০ বছর।
তিনি আরও জানান, যেকোনো সময় তাঁর কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হতে পারে। তাই তিনি দ্রুত উদ্ধার সহায়তার অনুরোধ জানান।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মমিনুর রহমান। কনস্টেবল মমিন তাৎক্ষণিকভাবে ঝিনাইদহের মহেশপুর থানায় ঘটনাটি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান।

পরবর্তী সময়ে ৯৯৯ পুলিশ ডেসপাচার এসআই মো. মহিউদ্দিন মুন্না কলার এবং উদ্ধারসংশ্লিষ্ট থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার খোঁজখবর নিতে থাকেন। খবর পেয়ে মহেশপুর থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে তিন নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে তিন নারীকে তাঁদের অভিভাবকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

মহেশপুর থানার উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া এসআই শরীফুজ্জামান ৯৯৯কে এসব তথ্য নিশ্চিত করেন।