উদ্ধার করা মেছোবাঘ। ছবি : বাংলাদেশ পুলিশ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে একটি মেছোবাঘ উদ্ধার করেছে পটুয়াখালীর কলাপাড়া থানা-পুলিশ। জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (২৪ মার্চ) ৯৯৯ নম্বরে ফোন করে এক নারী জানান, তাঁর বাড়ি কলাপাড়া থানাধীন বালিয়াতলী এলাকায়। তাঁর বাড়ির পাশে একটি মেছোবাঘ দেখা গেছে। লোকজনের তাড়া খেয়ে এটি গাছে চড়ে বসে আছে। উদ্ধার করা না হলে মেছোবাঘটিকে পিটিয়ে মেরে ফেলা হতে পারে।

জাতীয় জরুরি সেবার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি কলাপাড়া থানা-পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মেছোবাঘটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে পুলিশ।