স্ত্রী-কন্যার হাত থেকে রেহাই পেতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেছিলেন এক ব্যক্তি। কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে কামাল আহমেদ মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি রাজধানীর ওয়ারী থেকে ৯৯৯ নম্বরে ফোন করে জানান, সম্পত্তি ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ক্ষুব্ধ হয়ে প্রথম স্ত্রী ও কন্যা তাঁকে আটকে রেখেছে। এখন জমি লিখে দিতে চাপ দিচ্ছে তারা। এমন অবস্থায় পুলিশি সহায়তা চান তিনি।

জাতীয় জরুরি সেবার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি ওয়ারী থানা-পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। একই সময় এক পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে ওই বাড়িতে অভিযান চালায় মানিকগঞ্জের সিঙ্গাইর থানা-পুলিশ। এক পর্যায়ে পুলিশ জানতে পারে, পরোয়ানাভুক্ত আসামিই হলেন কলার কামাল আহমেদ মোল্লা।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ জানান, আসামি কামাল আহমেদ মোল্লাকে ওই বাড়ি থেকে উদ্ধার করে ওয়ারী থানায় আনা হয়। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাঁকে মানিকগঞ্জের সিঙ্গাইর থানায় হস্তান্তর করা হয়েছে।