উদ্ধার হওয়া দুই শিশু। ছবি : বাংলাদেশ পুলিশ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় ওয়াসার সুয়ারেজ লাইনে আটকে পড়া দুই শিশুকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

বুধবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেন।

গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) খোকন নামের এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন চামড়ার গুদাম শুঁটকিপট্টি এলাকায় লোকজনের ধাওয়া খেয়ে ওয়াসার সুয়ারেজ লাইনে ঢুকে পড়ে দুই চোর। কিন্তু বের হওয়ার রাস্তা না পেয়ে ভেতরে আটকা পড়ে তারা। তাদের একজনের বয়স ১৪ এবং আরেকজনের ১২ বছর।

জাতীয় জরুরি সেবার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি কোতোয়ালি থানাধীন নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে শিশু দুটিকে উদ্ধার করে বলে জানান নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সুজন চাকমা।