পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

শিক্ষার্থীদের স্কুল ফির ৯ লাখ ৬৯ হাজার টাকা ট্রাস্ট ব্যাংকে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে ওই ব্যাংকের এক অফিস সহকারীকে গ্রেপ্তার করেছে খাগড়াছড়ি থানা-পুলিশ।

গত সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আসামি শৌখিন চাকমার (৩০) বাড়ি খাগড়াছড়ির পানছড়ি থানা এলাকায়।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) জানান, জেলার একটি স্কুলের শিক্ষার্থীদের মাসিক ফির টাকা স্কুল থেকেই সংগ্রহ করে থাকে ট্রাস্ট ব্যাংক কর্তৃপক্ষ। এরপর ওই টাকা ব্যাংকে জমা করা হয়। তবে চলতি মাসে মাসিক ফির ৯ লাখ ৬৯ হাজার টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করে পালিয়ে যান ব্যাংকের অফিস সহকারী শৌখিন।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় ৪ ফেব্রুয়ারি খাগড়ছড়ি সদর থানায় মামলা করা হয়। তদন্তের একপর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার এবং ৪ লাখ টাকা উদ্ধার করা হয়। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।