পুলিশি হেফাজতে উদ্ধারকৃত মোটরসাইকেল। ছবি: পুলিশ নিউজ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে নরসিংদী সদরের সেলিমগঞ্জ থেকে রণজিৎ চন্দ্র নামের এক ব্যক্তি ৯৯৯ নম্বরে কল করে জানান, তাঁর হোন্ডা এক্স ব্লেইড মডেলের মোটরসাইকেলটি ভোরে কোনো এক সময় চুরি হয়ে গেছে।

কলার জানান, জিপিএস ট্র্যাকার যুক্ত থাকায় তিনি দেখতে পাচ্ছিলেন, মোটরসাইকেলটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা এলাকায় আছে।

৯৯৯-এর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ নিয়ন্ত্রণকক্ষ এবং নবীনগর থানায় জানানো হয়। পরে মোটরসাইকেলটি উদ্ধার করতে অভিযানে নামে পুলিশের একটি দল।

পরবর্তীকালে কলারের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা এলাকার রবিন ও সেলিমের বাড়ির উঠান থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, যথাযথ আইনি প্রক্রিয়ায় মোটরসাইকেলটি মালিকের কাছে হস্তান্তর করা হবে। আসামিদের আটকের চেষ্টা চলছে।