পরিবারের সদস্যদের সঙ্গে শিশু শাওন। এ সময় কুড়িগ্রাম থানা-পুলিশকে ধন্যবাদ জানান শাওনের মা-বাবা। ছবি : বাংলাদেশ পুলিশ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ঈশ্বরদী থেকে ট্রেনে চড়ে কুড়িগ্রামে চলে আসা এক শিশুকে উদ্ধার করে গত সোমবার (১৬ জানুয়ারি) পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে কুড়িগ্রাম থানা-পুলিশ।

পুলিশ জানায়, শিশুটির নাম মো. আলামিন ওরফে শাওন (১১)। সে ঈশ্বরদী কদমতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।

গত রোববার (১৫ জানুয়ারি) রাতে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে কল করে জানান, ঈশ্বরদী থেকে ট্রেনে চড়ে শাওন নামের এক শিশু কুড়িগ্রাম রেল স্টেশনে চলে এসেছে। জাতীয় জরুরি সেবার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি কুড়িগ্রাম থানা-পুলিশকে জানানো হয়।

পুলিশ জানায়, খবর পেয়ে কুড়িগ্রাম থানার একটি টহল দল শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। শিশুটির সঙ্গে কথা বলে জানা যায়, তার বাবা রফিকুল ইসলাম গ্যাস কোম্পানির পিকআপ ভ্যানের চালক। বাড়িতে কেউ না থাকায় রোববার সকালে ট্রেনে চড়ে কুড়িগ্রাম চলে আসে সে। পরে ঈশ্বরদী থানায় যোগাযোগ করে বিষয়টি শাওনের মা-বাবাকে জানানো হয়। সোমবার তারা কুড়িগ্রাম সদর থানায় আসেন। পরে শাওনকে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়।