পরিবারের সঙ্গে শিশু আজিজ। ছবি: পুলিশ নিউজ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ট্রেন থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। পরে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, পরিবারের সঙ্গে বলাকা এক্সপ্রেস ট্রেনে ময়মনসিংহ থেকে গাজীপুরের জয়দেবপুর আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসছিল শিশু আজিজ (৭)। রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের কাছে ট্রেনটি স্বল্প সময়ের জন্য থামে। তখন প্রকৃতির ডাকে সাড়া দিতে ট্রেন থেকে নামে আজিজ। কিন্তু ততক্ষণে ট্রেনটি চলতে শুরু করলে আজিজ আর ট্রেনে উঠতে পারেনি। তখন সে কান্নাকাটি শুরু করে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৯৯৯ নম্বরে কল করে এক ব্যক্তি বিষয়টি জানান। তাৎক্ষণিকভাবে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানানো হয়। পরে শিশুটিকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল্লাহ জানান, শিশুটিকে উদ্ধারের কিছুক্ষণ পরই পরিবারের লোকজন তাঁকে খুঁজতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে চলে আসেন। পরে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।