অটোরিকশা চোর চক্রের গ্রেপ্তারকৃত ১১ সদস্য। ছবিঃ ডিএমপি

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উত্তরা বিভাগ অটোরিকশা, রিকশা ও ইজিবাইক চুরির মামলার রহস্য উদঘাটন করেছে। তারা চুরি হওয়া দুটি ব্যাটারিচালিত ইজিবাইক ও আটটি রিকশা উদ্ধার করেছে। সেই সঙ্গে অটোরিকশা চোর চক্রের মূল হোতাসহ ১১ জন চোরকে গ্রেপ্তার করেছে। খবর ডিএমপির।

জানা যায়, ডিবির উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বিপিএম গতকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরীর দারুস সালাম থানা বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশা চোর চক্রের ১১ জন সদস্যকে গ্রেপ্তার করেন।
তাঁরা হলেন মোছা. কুলসুম বিবি (৪০), মো. শহিদুল্লাহ (৬৮), মো. শরিফ (৩৩), মো. বাবু (৩২), মো. শামীম (২২), মো. বাবু (২৪), মীর মোহাম্মদ মামুন (৩০), মো. খবির ওরফে জীবন (৪০), মো, আলী আকবর (৩৫), মো, শফিক (২৮) ও মো. ফিরোজ (২৪)। তাঁদের কাছ থেকে দুটি ইজিবাইক ও আটটি রিকশা উদ্ধার করা হয়েছে।


গত রোববার (২০ ফেব্রুয়ারি ) উত্তরা পশ্চিম থানায় ইজিবাইক চুরির মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ এ অভিযান চালায়।