মনোমালিন্যকে কেন্দ্র করে আত্মহত্যা করতে উদ্যত হয়েছিল এক কিশোরী। জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এর কল পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা-পুলিশ তাকে উদ্ধার করে।

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ২০ ফেব্রুয়ারি (রোববার) সকালে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

জাতীয় জরুরি সেবার মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, ২০ ফেব্রুয়ারি সকালে একজন কলার ঢাকার মোহাম্মদপুর থেকে ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তাঁর পাশের বাসার জানালা দিয়ে দেখতে পান, এক কিশোরী গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করছে।

৯৯৯ থেকে তাৎক্ষণিক ডিএমপির মোহাম্মদপুর থানা-পুলিশকে জানানো হয়। মোহাম্মদপুর থানা-পুলিশ খুব অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আত্মহত্যার চেষ্টাকারী কিশোরীকে জীবিত উদ্ধার করে।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ ৯৯৯ কে পরে জানান, ২০ ফেব্রুয়ারি সকালে বিল্লাল নামের একজনের সঙ্গে ওই কিশোরীর মনোমালিন্য হয়। একে কেন্দ্র করে কিশোরীটি (১৬) আত্মহত্যার চেষ্টা করে। কিশোরীকে জীবিত উদ্ধারের পাশাপাশি বিল্লালকে (২০) আটক করা হয়েছে।