হারানো ল্যাপটপ তুলে দেওয়া হচ্ছে মো. মেহেদী হাসানের হাতে।

রাজশাহী মহানগরীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসা এক শিক্ষার্থীর হারানো ল্যাপটপ উদ্ধার করে তাঁর কাছে হস্তান্তর করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মতিহার থানা-পুলিশ। খবর আরএমপির

আরএমপি জানায়, ১১ ফেব্রুয়ারি বেলা দেড়টার দিকে মতিহার থানার তালাইমারী ট্রাফিক মোড়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসা মো. মেহেদী হাসান নামের এক পরীক্ষার্থী তাঁর ল্যাপটপটি ভুলে অটোরিকশায় রেখে চলে যান। পরে অনেক খোঁজাখুঁজি করে ল্যাপটপের কোনো সন্ধান না পয়ে মতিহার থানা-পুলিশকে অবহিত করলে মতিহার থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি হয়।

জিডির পরিপ্রেক্ষিতে পরে আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরী পিপিএম ও তাঁর দলের দেওয়া তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে মতিহার থানার অফিসার ইনচার্জ মো. আনেয়ার আলী তুহিনের সার্বিক দিকনির্দেশনায় এসআই মো. তাজ উদ্দিন আহম্মেদ, এসআই মো. পলাশ আলী ও তাঁদের টিম হারানো ল্যাপটপটি উদ্ধার করেন।
পরে গতকাল ২১ ফেব্রুয়ারি বিকেলে শিক্ষার্থী মেহেদী হাসানকে থানায় ডেকে হারানো ল্যাপটপটি তাঁর হাতে তুলে দেওয়া হয়।

ল্যাপটপ ফিরে পেয়ে শিক্ষার্থী মেহেদী হাসান মতিহার থানা-পুলিশসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।