হারিয়ে যাওয়া দুই শিশুকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করে ট্যুরিস্ট পুলিশ। ছবি: পুলিশ নিউজ

কক্সবাজারে বেড়াতে গিয়ে হারিয়ে গিয়েছিল দুই শিশু। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে তাঁদের উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। পরে দুই শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (৪ মার্চ) বিকেলে ৯৯৯ নম্বরে কল করে এক শিশুর বাবা সাইফুল ইসলাম জানান, তাঁরা কুমিল্লা থেকে কক্সবাজার বেড়াতে এসেছিলেন। থাকার জন্য সুগন্ধা গেস্ট হাউজে কক্ষ ভাড়া নেন। কিন্তু শুক্রবার আড়াইটার দিকে শিশু সামী ইসলাম নিহাদ (১০) ও আরমান হোসেন সাইদুর (১০) কাউকে না জানিয়ে সুগন্ধা গেস্ট হাউজ থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাঁদের পাওয়া যায়নি।

৯৯৯-এর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি কক্সবাজার ট্যুরিস্ট পুলিশকে জানানো হয়। খবর পেয়ে দুই শিশুকে উদ্ধারে তৎপর হয় পুলিশ। পরে সামী ইসলাম নিহাদকে সুগন্ধা বিচ এলাকা এবং আরমান হোসেন সাইদুরকে কবিতা চত্বর এলাকা থেকে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দীন আহম্মেদ জানান, দুই শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।