উদ্ধার করা ট্রাক। ছবি : বাংলাদেশ পুলিশ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে একটি চোরাই ট্রাক উদ্ধার করেছে ময়মনসিংহের কোতোয়ালি থানা-পুলিশ। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

১৪ ডিসেম্বর ভোরে ট্রাকের মালিক শামীম ব্যাপারী ৯৯৯ নম্বরে ফোন করে জানান, চুরখাই পাঁচরাস্তার মোড় থেকে তাঁর ট্রাকটি চুরি হয়ে গেছে। জিপিএস ট্র্যাকারের মাধ্যমে দেখা গেছে, ট্রাকটি শম্ভুগঞ্জ ব্রিজের দিকে যাচ্ছে।

জাতীয় জরুরি সেবার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি কোতোয়ালি থানা-পুলিশকে জানানো হয়। খবর পেয়ে শম্ভুগঞ্জ চায়না মোড়ে চেকপোস্ট বসিয়ে ট্রাকটি উদ্ধার এবং আসামি ফরহাদ হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, সংশ্লিষ্ট আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।