ক্যাপশন : জাতীয় সংসদ ভবন। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের অপচেষ্টা রোধের আহ্বান জানিয়েছেন ৯১ জন বিশিষ্ট নাগরিক। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে তাঁরা এই আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, আগামী ৭ জানুয়ারির নির্বাচ বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি মহল। এরই ধারবাহিকতায় গত ২৮ অক্টোবর থেকে দেশে নাশকতামূলক কার্যক্রম চালিয়ে আসছে তারা। এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য হচ্ছে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করা। তারা দেশের জনগণ ও নির্বাচনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। উন্নয়ন ও প্রগতিবিরোধী এই অপশক্তির বিরুদ্ধে দেশের সচেতন নাগরিকদের সোচ্চার হওয়া প্রয়োজন।

স্বাক্ষরকারী ব্যক্তিরা হলেন সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী; সাবেক মুখ্য সচিব আবদুল করি; অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম; গবেষক অধ্যাপক মুনতাসীর মামুন; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক শিল্পী হাশেম খান; নাট্যজন রামেন্দু মজুমদার; জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক; ইমেরিটাস অধ্যাপক সাবেক গভর্নর আতিউর রহমান, সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা, সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ, দুদকের সাবেক চেয়ারম্যান ড. ইকবাল মাহমুদ; বেসরকারীকরণ কমিশনের সাবেক চেয়ারম্যান মোল্লা ওয়াহেদুজ্জামান; সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী; পিএসসির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ টি আহমেদুল হক চৌধুরী পিপিএম; সাবেক রাষ্ট্রদূত সোহরাব হোসেন; সাবেক মুখ্য সচিব মো. নজিবুর রহমান; সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার; ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন; সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ; ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান; সাবেক আইজিপি ও রাষ্ট্রদূত ড. হাসান মাহমুদ খন্দকার; লেখক ও গবেষক শাহরিয়ার কবির; ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ; সাবেক সচিব মমিন উল্লাহ পাটোয়ারী বীর প্রতীক; অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর এনডিসি, পিএসসি; অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াদুদ এনডিইউ, পিএসসি;
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ এসবিপি, ওএসপি, এসজিপি, এনডিসি, পিএসসি; অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল সাদে উদ্দিন; সাবেক সচিব উজ্জ্বল বিকাশ দত্ত; সাবেক রাষ্ট্রদূত মো. আবদুল হান্নান; সাবেক সিনিয়র সচিব সুরাইয়া বেগম; সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক; সাবেক আইজিপি ড. বেনজীর আহমেদ; বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. মুস্তাফিজুর রহমান; ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী; বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া; বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম এ মান্নান; ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক রশিদ আসকারী; অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলাউদ্দিন মুহাম্মদ আবদুল ওয়াদুদ বিপি, এনডিসি, পিএসসি; অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শিকদার মো. সাহাবুদ্দিন; অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. আবদুর রশিদ পিএসসি; অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাসির উদ্দিন; অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. সালাহউদ্দিন মিয়াজী পিএসসি; অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ তৌহিদ-উল-ইসলাম বিএসপি, এনডিইউ, পিএসসি; অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল এ কে এম আজাদ; ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত; জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন; সাবেক সচিব অপরূপ চৌধুরী; সাবেক সচিব অশোক কুমার বিশ্বাস; সাবেক সচিব মো. নাসির উদ্দিন আহমেদ; সাবেক সচিব অশোক মাধব রায়; সাবেক রাষ্ট্রদূত এ কে এম আতিকুর রহমান; সাবেক রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদ; সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহীদুল হক; সাবেক রাষ্ট্রদূত চৌধুরী ইখতিয়ার মমিন; সাবেক রাষ্ট্রদূত মাহবুব উজ জামান; সাবেক রাষ্ট্রদূত এ টি এম নজরুল ইসলাম; সাবেক রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান; সাবেক সচিব এম এ কাদের সরকার; জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান নাসিমা বেগম এনডিসি; জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য জেসমিন আরা বেগম; সাবেক রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম; সাবেক সচিব ড. সেলিনা আফরোজ; সাবেক সচিব পবন চৌধুরী; সাবেক সচিব ড. খন্দকার শওকত হোসাইন; স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, সাবেক প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী; সাবেক সচিব মিজানুর রহমান; সাবেক নির্বাচন কমিশনার ড. রফিকুল ইসলাম; সাবেক আইজিপি মোহাম্মদ আওলাদ হোসেন মিয়া; সাবেক আইজিপি মো. আবুল কাশেম হাওলাদার; সাবেক আইজিপি এম সানাউল হক; স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক; ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুরাইয়া আক্তার, অধ্যাপক ডা. বরেন চক্রবর্তী, অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী; সাবেক অতিরিক্ত আইজিপি মো. আলী ইমাম চৌধুরী বিপিএম; সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মো. ওয়ালিউর রহমান, সাবেক অতিরিক্ত আইজিপি মো. আছাদুজ্জামান মিয়া; সাবেক এআইজি মালিক খসরু; সাবেক সচিব ইব্রাহীম হোসেন খান; সাবেক সচিব আফরোজা খানম; সাবেক সচিব মো. শফিকুর রহমান পাটোয়ারী; রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মাদ নুরুল হুদা; অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. রকিবুর রহমান; অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আরিফ আহমেদ খান; অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আনিস জামান; অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. সিরাজুল ইসলাম শিকদার এনডিসি, পিএসসি; অবসরপ্রাপ্ত কমোডর এ ডব্লিউ চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাসুদুজ্জামান।