ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের সঙ্গে অতিথিরা। ছবি : চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে ‘আন্তঃজেলা পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২’-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ হয়েছে।

শুক্রবার (৪ মার্চ) পুলিশ লাইনস মাঠে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়ের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার) ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুনাক সভানেত্রী ডা. আফসানা শর্মী। এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন আরও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফাইনাল ম্যাচে অংশ নেয় পুলিশ লাইনস টিম বনাম পুলিশ অফিস টিম।

পুলিশ লাইনস টিমের অধিনায়ক ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার)। পুলিশ অফিস টিমের অধিনায়ক ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।

খেলায় চ্যাম্পিয়ন হয়েছে পুলিশ লাইনস টিম এবং রানার্স আপ হয়েছে পুলিশ অফিস টিম।

পুলিশ লাইনস টিম ২ উইকেটের ব্যবধানে পুলিশ অফিস টিমকে হারায়।

পুলিশ সুপার চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে অংশ নেয়া ৮টি দলকে পুরস্কৃত করেন।

খেলা শেষে পুলিশ সুপার বলেন, ‘খেলাধুলার মাধ্যমে আমাদের ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আমাদের সবাইকে সুস্থ থাকতে খেলাধুলা ও ব্যায়ামের বিকল্প নেই। এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে জেলার কেন্দ্রীয় পুলিশ ক্রিকেট টিম গঠন করা হবে।’