পার্বত্য জেলা রাঙামাটিতে বেড়াতে গিয়েছিলেন ঢাকার সাত পর্যটক। সাজেক ভ্যালিতে ঝরনা দেখতে গিয়ে তাঁরা পাহাড় থেকে অনেক নিচে চলে যান। সেখানে এক পর্যটক অসুস্থ হয়ে পড়লে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন সঙ্গীরা। তবে তাতে লাভ হয়নি। শেষে তাঁদেরই একজন জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে রাঙামাটির সাজেক থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই পর্যটককে উদ্ধার করেন।

রাঙামাটির সাজেক ভ্যালি এলাকার সিকাম তৈসা ঝরনা এলাকায় ২৩ আগস্ট (মঙ্গলবার) ঘটনাটি ঘটেছে।

অসুস্থ পর্যটককে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিচ্ছে রাঙামাটি জেলা পুলিশের একটি দল। ছবি: বাংলাদেশ পুলিশ

রাঙ্গামাটি জেলা পুলিশ জানায়, ঢাকা থেকে ওই পর্যটক দল ২৩ আগস্ট সকাল সোয়া ১০টার দিকে রাঙামাটির সাজেক ভ্যালি এলাকায় পৌঁছান। বেলা ১১টার দিকে তাঁরা সিকাম তৈসা ঝরনা এলাকায় যান। সেখানে ঘুরতে ঘুরতে পাহাড় থেকে আনুমানিক ২ হাজার ২০০ ফুট নিচে চলে যান। গহিন ওই জঙ্গল এলাকায় জনমানুষের কোনো বসতি নেই। ঠিক সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাত পর্যটকের একজন মো. শারজিল আহমেদ খান (৩৩)। সঙ্গে থাকা অন্যরা তাঁকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। এই অবস্থায় তাঁদের একজন ৯৯৯-এ ফোন করেন।

৯৯৯ থেকে সাজেক থানাকে বিষয়টি অবহিত করা হয়। এরপর সাজেক ভ্যালি পুলিশ ক্যাম্পের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ ওই পর্যটককে উদ্ধার করে।