খুলনা নগরীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ৩ এপিবিএনের যৌথ অভিযান। ছবি: বাংলাদেশ পুলিশ

খুলনা নগরীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৩ এপিবিএন) যৌথ অভিযান চালিয়েছে। মহানগরীর দৌলতপুর থানা এলাকায় ২৩ আগস্ট (মঙ্গলবার) এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় দুই দোকানমালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এপিবিএন জানায়, খুলনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ৩ এপিবিএন মহানগরীর দৌলতপুর থানা এলাকায় ২৩ আগস্ট দুপুর পৌনে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত যৌথ অভিযানটি পরিচালনা করে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যথাযথভাবে মেনে ব্যবসা পরিচালনা না করায় অভিযানের সময় দুই দোকানমালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।