সুনামগঞ্জে এক কিশোরীর ৯৯৯-এ ফোন‌ পেয়ে এক ইভ টিজারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ওই ইভ টিজারের নাম ইমন মিয়া (২২)।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মুখপাত্র পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এক বিজ্ঞপ্তিতে জানান, সুনামগঞ্জ সদর থেকে ৩১ জানুয়ারি (সোমবার) বিকেলে এক কিশোরী (১৫) ফোন করে জানায়, সে হেঁটে হেঁটে তার বোনের বাসায় যাচ্ছিল। পথে কয়েকজন বখাটে তাকে উত্ত্যক্ত করা শুরু করে। আগের দিনও ওই বখাটেরা তাকে উত্ত্যক্ত করেছে।

সংবাদ পেয়ে সুনামগঞ্জ সদর থানা-পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। একই সঙ্গে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানানো হলে তিনিও ঘটনাস্থলে পৌঁছান।

পরে সুনামগঞ্জ সদর থানার এএসআই রাশেদ উদ্দীন ৯৯৯ কে ফোন করে জানান, ঘটনাস্থলে তাঁরা হাতেনাতে এক তরুণকে আটক করেছেন। বাকিরা পালিয়েছে। আটককৃত তরুণের নাম ইমন মিয়া। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইমনকে তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন।