৯৯৯-এ ফোন পেয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে চট্টগ্রামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই আসামি ২৬ বছর ধরে পলাতক ছিলেন। চট্টগ্রামের রাউজান থেকে ৩০ জানুয়ারি (সোমবার) সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম সুলতান আহাম্মদ (৮৩)।

জাতীয় জরুরি সেবার জনসংযোগ কর্মকর্তা পুলিশ ইন্সপেক্টর আনোয়ার সাত্তার জানান, চট্টগ্রামের রাউজান থানায় ১৯৯৬ সালের নভেম্বর মাসে দায়ের একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুলতান আহাম্মদ। বিভিন্ন কৌশলে ২৬ বছর আইনের হাত থেকে পালিয়ে ছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। ৯৯৯-এ একজন ফোন করে সুলতান আহাম্মদের বিষয়ে তথ্য দেন। ৯৯৯ থেকে তাৎক্ষণিক বিষয়টি রাউজান থানায় জানানো হয়। সেই তথ্যের ভিত্তিতে রাউজান থানা-পুলিশের একটি দল ৩০ জানুয়ারি সন্ধ্যা পৌনে ছয়টার দিকে থানার নোয়াপাড়া লাম বাজার এলাকায় অভিযান চালিয়ে সুলতান আহাম্মদকে গ্রেপ্তার করেছে।