জব্দকৃত ইয়াবা বড়ি। ছবি : সমকাল

সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপ-সংলগ্ন সমুদ্র এলাকায় বাংলাদেশ কোস্টগার্ডের ধাওয়া খেয়ে চারটি প্লাস্টিকের বস্তায় ৭ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ফেলে মিয়ানমার সীমান্তে পালিয়ে গেছে একটি ট্রলার।

গতকাল শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ইয়াবাগুলো জব্দ করা হয়। খবর সমকালের।

বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন খবরে জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপ-সংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এরপর টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে কোস্টগার্ডের একটি দল অভিযানে যায়। এ সময় মিয়ানমার সীমান্ত দিয়ে একটি ট্রলার আসতে দেখে সন্দেহ হলে কোস্টগার্ড সদস্যরা সেটিকে থামার জন্য সংকেত দেন। একপর্যায়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টাকালে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি ধাওয়া করেন।

লেফটেন্যান্ট খন্দকার মুনিফ জানান, পরে ইয়াবা পাচারকারীরা চারটি বাদামি রঙের প্লাস্টিকের বস্তা ট্রলার থেকে সমুদ্রে ফেলে মিয়ানমার সীমান্তে পালিয়ে যায়। বস্তাগুলো খুলে গণনা করে ৭ লাখ ৮০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।

তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।