অপহরণের শিকার রোহিঙ্গা শিশুকে উদ্ধার করেন এপিবিএনের সদস্যরা

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অপহরণের শিকার এক রোহিঙ্গা শিশুকে উদ্ধার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিশুটির নাম কাইসেল (৭)। তার বাবার নাম মো. কামাল।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গতকাল শুক্রবার আনুমানিক বেলা আড়াইটার দিকে ক্যাম্প-২৪ (লেদা) থেকে রোহিঙ্গা শিশু কাইসেলকে অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন সন্ত্রাসী প্রলোভন দেখিয়ে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। এ সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স শিশুটিকে উদ্ধারে সম্ভাব্য সব স্থানে অভিযান চালায়। একপর্যায়ে আনুমানিক পৌনে সাতটার দিকে ক্যাম্প-সংলগ্ন পাহাড়ের পাদদেশ থেকে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে সংশ্লিষ্ট মাঝির (রোহিঙ্গা নেতা) শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।