করোনার টিকার প্রয়োগ শুরু হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসের সংক্রমণ কিছুটা কমে এসেছিল। কমতির দিকে ছিল মৃত্যুর সংখ্যাও। কিন্তু সম্প্রতি ইউরোপে আবারও করোনার সংক্রমণ বাড়ছে। বাড়ছে মৃত্যুও। সংক্রমণ ঠেকাতে ইউরোপের কিছু দেশে আবার কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে প্রথম আলোর খবরে বলা হয়, গত সপ্তাহে বিশ্বে যতজনের করোনা শনাক্ত হয়েছে, তাদের অর্ধেকের বেশি এবং মোট মৃত্যুর প্রায় অর্ধেক হয়েছে ইউরোপের দেশগুলোতে । ২০২০ সালের এপ্রিলে সংক্রমণের শীর্ষে ছিল ইতালি। এরপর এ পর্যন্ত ইউরোপে এটিই সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যুহার।

করোনার প্রকোপ আবার বেড়ে যাওয়ায় ইউরোপে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। অর্থনৈতিক পুনরুদ্ধারের যে চেষ্টা চলছে, তা আবার বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। নেদারল্যান্ডস, জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র ও ইউরোপের আরও কয়েকটি দেশে নানা বিধিনিষেধ চালু হয়েছে।

আগামী শনিবার থেকে তিন সপ্তাহের জন্য আংশিক লকডাউন ঘোষণা করেছেন নেদারল্যান্ডসের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী মার্ক রুট। গত গ্রীষ্মের পর এটিই প্রথম লকডাউনের ঘটনা।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আবারও করোনার সংক্রমণ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।

ইউরোপীয় ইউনিয়ন বলছে, ইউরোপীয় ইকোনমিক এরিয়ার (ইইএ) ৬৫ শতাংশ মানুষ দুই ডোজ টিকা নিয়েছেন। তবে গত কয়েক মাসে টিকা দেওয়ার হার কমেছে।