ডিবি তেজগাঁওয়ের অভিযানে উদ্ধারকৃত গাঁজা। ছবি: ডিএমপি নিউজ

রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে ৪৫ কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আল আমিন, মো. ওমর ফারুক, মো. শফিকুল ইসলাম, মো. ফারুক মিয়া ও শ্রাবণ আহম্মেদ।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার মো. আনিচ উদ্দীন ডিএমপি নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শনিবার ঢাকা মহানগরীতে অভিযান পরিচালনাকালীন গোপন তথ্যের ভিত্তিতে ফুলবাড়ীয়ার সেক্রেটারিয়েট রাস্তা থেকে এ বিপুল পরিমাণ গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি মিনি কাভার্ড ভ্যান, একটি পালসার মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে এ গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘গ্রেপ্তারকৃতরা সীমান্ত এলাকা থেকে এসব গাঁজা মিনি কাভার্ড ভ্যানে করে নিয়ে এসে মোটরসাইকেলে করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে।’

ডিএমপির শাহবাগ থানায় করা মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।