নাটোরে সিসিটিভি ফুটেজ দেখে ১৪ দিন পর দুটি গরু উদ্ধার করে পুলিশ। ছবি: সংগৃহীত

নাটোর সদর উপজেলার লেঙ্গুরিয়া থেকে চুরি হওয়ার ১৪ দিন পর দুটি গাভি উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

শনিবার ভোরে গাভি দুটি উদ্ধার ও চুরিতে জড়িতদের গ্রেপ্তার করা হয়। খবর ঢাকা প্রকাশের।

এর আগে ৭ লাখ টাকা মূল্যের দুধেল গাভি দুটি চুরির মামলা করেন মালিক। এ নিয়ে তদন্তের ধারাবাহিকতায় খামারের সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত করে পুলিশ। পরে গরু দুটি উদ্ধারের পাশাপাশি যানবাহনচালক ও গরুর ক্রেতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যানচালকের নাম সাইফুল ইসলাম। তাঁর বাড়ি বগুড়ার শিবগঞ্জের আলাদীপুর হলেও ভাড়া থাকতেন পাশের ভাড়াগুজিয়া বাজার এলাকায়।
অপরদিকে চোর চক্রের সদস্যের নাম মিজানুর রহমান। তাঁর বাড়ি বগুড়ার শাজাহানপুরের পলশুকা এলাকায়।

মিজানের ভাষ্য, তিনি ওই গরু দুটি ২ লাখ টাকায় কিনেছেন।

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।