ওয়েস্ট ইন্ডিজের বোলার কেমার রোচ। ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্টে ৩০০ উইকেট শিকার করতে চান ডানহাতি পেসার কেমার রোচ।

এখন পর্যন্ত ক্যারিবীয়দের জার্সি গায়ে ৭২ ম্যাচে ২৪৯ উইকেট শিকার করেছেন তিনি। টেস্ট ফরম্যাটে আরও দুই থেকে তিন বছর খেলে নিজের লক্ষ্য পূরণ করতে চান রোচ। খবর বাসসের।

সদ্যই বাংলাদেশের বিপক্ষে জয়ী হওয়া অ্যান্টিগা টেস্টে খেলেছেন রোচ। প্রথম ইনিংসে ২ ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

প্রথম টেস্ট শুরুর ২৪ ঘণ্টা আগেও নিশ্চিত ছিল না রোচের খেলা। রোচের নৈপুণ্যে সিরিজের প্রথম টেস্ট ৭ উইকেটে জিতে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেট নিয়ে টেস্ট তালিকায় মাইকেল হোল্ডিংয়ের পাশে বসেন রোচ। ৬০ ম্যাচে ২৪৯ উইকেট আছে হোল্ডিংয়ের।

ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ উইকেটের মালিক কোর্টনি ওয়ালশ। ১৩২ টেস্টে ৫১৯টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে।

বিংশ শতাব্দীর পর ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আর কোনো বোলার টেস্টে ৩০০ উইকেট নিতে পারেননি। সর্বশেষ ক্যারিবীয়দের পক্ষে ৩০০ উইকেট স্পর্শ করেছিলেন কার্টলি অ্যামব্রোস ও কোর্টনি ওয়ালশ। তাও সেগুলো বিংশ শতাব্দীতে।

দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের কোনো বোলার হিসেবে ৩০০ উইকেটশিকারির ক্লাবে নাম লেখাতে চান রোচ।

৩৩ বছর বয়সী রোচ বলেন, ‘আমি ৩০০ টেস্ট উইকেট পেতে চাই। এখন আমার উইকেট সংখ্যা ২৪৯। এখনও আমার ২ থেকে ৩ বছর ক্রিকেট খেলার বাকি আছে।’