পদ্মা সেতুর দুই প্রান্তে দুটি থানাসহ বিভিন্ন প্রকল্প ও কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী, পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর দুই প্রান্তের জেলা শরীয়তপুর ও মুন্সিগঞ্জে দুটি থানার উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভার্চুয়ালি যুক্ত হয়ে মঙ্গলবার বিকেলে থানা দুটির উদ্বোধন করেন সরকারপ্রধান।

পদ্মা সেতু (উত্তর) ও পদ্মা সেতু (দক্ষিণ) নামে কার্যক্রম চালাবে থানা দুটি। এগুলোর মাধ্যমে মাওয়া ও জাজিরা প্রান্তে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা।

একই অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১২০টি গৃহ হস্তান্তর, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন প্রকল্পের আওতায় ১২টি পুলিশ হাসপাতাল, বাংলাদেশ পুলিশের ৬টি নারী ব্যারাক এবং অনলাইন জিডি কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী।

বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। এতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সরকার ও পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।