কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামের নেতৃত্বে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয় কুড়িগ্রাম জেলা পুলিশ। ছবি: পুলিশ নিউজ

১৪৭ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

কুড়িগ্রাম পুলিশ লাইনসের মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে শনিবার সকাল ১০টার দিকে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

আজ সংবর্ধনা পান মহান মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধকারী কুড়িগ্রাম জেলায় অবস্থানরত অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধারা।

কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা ইউনিট কমান্ড বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, সাবেক সদর উপজেলা কমান্ডার আবদুল বাতেন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রুহুল আমীন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রেজাসহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতেই পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামসহ জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের শীতের উষ্ণতার জন্য উইন্টার শাল পরিয়ে দেন।

পুলিশ সুপার বলেন, ‘পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ আমাদের হিরো। কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বদা বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের পাশে ছিল এবং থাকবে এবং সকলে সম্মিলিতভাবে আগত সময়ে কোনো অশুভ শক্তি যেন সদাশয় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে না পারে সেই বিষয়ে প্রেরণা ও প্রেষণা ব্যক্ত করেন।’

কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামের নেতৃত্বে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয় কুড়িগ্রাম জেলা পুলিশ। ছবি: পুলিশ নিউজ

ওই সময় কুড়িগ্রাম জেলায় অবস্থানরত বীর পুলিশ মুক্তিযোদ্ধা, মৃত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের মধ্যে সদর থানার ১১ জন, রাজারহাটের ১৬ জন, উলিপুরের ৫০ জন, ভূরুঙ্গামারীর ১৪ জন, কচাকাটার একজন, চিলমারীর ২০ জন, রৌমারীর ১৪, নাগেশ্বরীর ১০, ফুলবাড়ীর ১২ জনসহ ১৪৭ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে অভ্যর্থনা জানানো হয়।