মৌলভীবাজারে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিকিটের পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে আসা অতিথিরা।

পবিত্র রমজান মাস সামনে রেখে মৌলভীবাজার জেলার সদর থানার চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আজ রোববার (২০ মার্চ) থেকে বৃহস্পতিবার (৩১ মার্চ) পর্যন্ত প্রথম ধাপে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবরীনা রহমান।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দেশব্যাপী ১ কোটি নিম্ন আয়ের পরিবারের মধ্যে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রির আওতায় মৌলভীবাজারে ১০ হাজার পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এ পণ্য বিক্রি করা হবে।