চাটখিল উপজেলার খীলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে আগত অতিথিরা। ছবি: পুলিশ নিউজ

নোয়াখালীর চাটখিল উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ মার্চ) চাটখিলের খীলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী শীর্ষক বই।

নোয়াখালী-১ আসনের মাননীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে স্মারক তুলে দিচ্ছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার) এবং নোয়াখালীর পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, পিপিএম। ছবি: পুলিশ নিউজ

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার)। এ ছাড়া নোয়াখালীর জেলা প্রশাসক মাহবুবুর রহমান এবং পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, পিপিএম এ সময় উপস্থিত ছিলেন।
কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ। ছবি: পুলিশ নিউজ

কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী শীর্ষক বই তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।