তুরস্কে ভূমিকম্পের ১৪৭ ঘণ্টা পর বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে ১২ বছর বয়সী কিশোরীকে উদ্ধার করা হয়েছে। খবর সমকালের।

ওই কিশোরীকে উদ্ধারের পর উদ্ধারকারীরা কুডিকে বলেন, ‘তুমি একটা অলৌকিক বিষয়।’

গত সোমবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার।

এ ভূমিকম্পে দুদেশে নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। যদিও জাতিসংঘের আশঙ্কা, নিহতের সংখ্যা দ্বিগুণ হতে পারে।