ছবি : সংগৃহীত

কাজাখস্তানে কয়েক দিন ধরে চলতে থাকা সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর অভিযানে বেশ কিছু লোক নিহত হয়েছেন। এতে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ৪৪ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খবর সমকালের।

কাজাখস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই বিক্ষোভে এ পর্যন্ত ২৬ জন ‘সশস্ত্র অপরাধী’ এবং নিরাপত্তা বাহিনীর ১৮ জন সদস্য নিহত হয়েছে। এ ছাড়া আটক করা হয়েছে প্রায় তিন হাজার জনকে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন প্রায় ৪০০ জন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে আরও বলা হয়, কাজাখস্তানের সব অঞ্চল এখন নিরাপত্তা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে আছে। দেশজুড়ে ৭০টি তল্লাশিচৌকি স্থাপন করা হয়েছে।

জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে সহিংস বিক্ষোভের মুখে বুধবার (৫ জানুয়ারি) দেশটির সরকার পদত্যাগ করেছে। প্রধানমন্ত্রী আসকার মমিনের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ।

এদিকে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট।