যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের একটি কারখানায় সহকর্মীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে। পরে বন্দুকধারীর গুলিতে পুলিশের এক সদস্যও গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মেরিল্যান্ডের স্মিথসবার্গের কলম্বিয়া মেশিন কারখানায় ৯ জুন (বৃহস্পতিবার) ঘটনাটি ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স ও মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর বন্দুকধারীকে আটক করা হয়েছে। ২৩ বছর বয়সী ওই বন্দুকধারীর নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

ওয়াশিংটন কাউন্টির শেরিফ ডগলাস মুলেনডোর সংবাদ সম্মেলনে জানান, সহকর্মীদের ওপর গুলি চালিয়ে গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় মেরিল্যান্ড পুলিশের এক সদস্যের সঙ্গে বন্দুকধারীর গুলি বিনিময় হয়। এতে দুজনই আহত হন। পরে তাঁদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলতে রাজি হননি শেরিফ ডগলাস মুলেনডোর।

কলম্বিয়া মেশিনের এক মুখপাত্র বলেছেন, তাঁদের কোম্পানি গুলির ঘটনার তদন্তে কর্তৃপক্ষকে সহায়তা করছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ও মার্কিন ব্যুরো অব অ্যালকোহল, টোবাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভ জানিয়েছে, তারা ঘটনাস্থলে তাদের এজেন্টদের পাঠিয়েছে।