ইউনিস ঝড়ের তাণ্ডব। ছবি : সংগৃহীত

ইউনিস ঝড় আঘাত হানার পর ইউরোপজুড়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। পরিবহন নেটওয়ার্ক ভেঙে পড়ায় পশ্চিম ইউরোপের যাতায়াতব্যবস্থায় মারাত্মক প্রভাব পড়েছে। খবর বাসসের।

ইউরোপের জরুরি পরিষেবা বিভাগগুলো জানিয়েছে, ব্রিটেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি ও পোল্যান্ডে উপড়ে পড়া গাছপালা ও উড়ে আসা ধ্বংসাবশের নিচে চাপা পড়ে এসব মানুষ নিহত হন।

ইউনিস শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) আঘাত হানায় ইংল্যান্ডে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৯৬ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। এতে বেশির ভাগ পরিবহন নেটওয়ার্ক ভেঙে পড়ায় ও বিশৃঙ্খলা দেখা দেোয়ায় ব্রিটেনের ট্রেন অপারেটররা পূর্বের সময়সূচি অনুসরণ করে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছেন।

ইউনিসের প্রভাবে নেদারল্যান্ডসের ট্রেন নেটওয়ার্কও অচল হয়ে পড়েছে। ফ্রান্সের রেলযোগাযোগও ব্যাহত হয় এবং প্রায় ৭৫ হাজার পরিবার বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ে।