১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশালের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা (বিপিএম-সেবা) আজ রোববার সদ্য যোগদান করা কনস্টেবলদের পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টশন কোর্সের উদ্বোধন করেছেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কমান্ডিং অফিসার প্রত্যেক পুলিশ সদস্যকে ষড়রিপুকে নিয়ন্ত্রণ করে গর্ব নিয়ে বাংলাদেশ পুলিশে কাজ করতে নির্দেশ দেন।

সভাপতির বক্তব্যে সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা) বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট পুলিশ বাহিনীর প্রয়োজন। স্মার্ট পুলিশ বাহিনী গড়তে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

উদ্বোধন অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন সহকারী পুলিশ সুপার (ট্রেনিং অ্যান্ড স্পোর্টস) সাবিহা মেহেবুবা। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) নাসরিন জাহান, সহকারী পুলিশ সুপার (এ্যাডজুটেন্ট) মো. মাহমুদুল হাসান চৌধুরী, সহকারী পুলিশ সুপার (স্পেশাল অপারেশন কোম্পানী) উজ্জ্বল কুমার দেসহ ১০ এপিবিএনের পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষকবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।