গ্রেপ্তার দুই আসামি। ছবি : ছাগলনাইয়া থানা পুলিশ

ব্যবসায়ীর ১১ লাখ টাকা লুটের ঘটনায় হওয়া মামলায় দুজন আসামিকে গ্রেপ্তার করেছে ফেনীর ছাগলনাইয়া থানার পুলিশ।

ছাগলনাইয়া থানা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, গত ৪ সেপ্টেম্বর ৬ নম্বর পাঠাননগর ইউনিয়নের চাঁনপুর সাকিনের মোল্লা বাড়ির সামনে থেকে তিনটি মোটরসাইকেল যোগে অজ্ঞাতপরিচয়ে ৬/৭ জন লোক এক ব্যবসায়ীকে সিএনজিসহ থামান। ওই সময় সেই ব্যবসায়ীর সঙ্গে থাকা ১১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যান তাঁরা। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি ছাগলনাইয়া থানায় ডাকাতির মামলা করেন।

ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন এবং ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলামের তত্ত্বাবধানে একটি দল আজ সকাল ৭টা ৫ মিনিটের দিকে সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালায়।

অভিযানে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। আসামিরা হলেন— আব্দুল্লাহ আল নোমান প্রকাশ নোমান (২৫), তিনি ফেনীর ফুলগাজী থানার শ্রীচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। মো. মামুন মজুমদার (২৪), তিনি একই থানার লক্ষীপুর গ্রামের বাসিন্দা।

আসামিদের আদালতে পাঠানো হলে, তাঁরা দোষ স্বীকার করে জবানবন্দি দেন।