ট্রাফিক রমনা বিভাগের উদ্যোগে সোমবার জননিরাপত্তা ও জনসচেতনতামূলক মতবিনিময় সভায় উপস্থিত পুলিশ সদস্যরা। ছবি: ডিএমপি নিউজ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগের উদ্যোগে জননিরাপত্তা ও জনসচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টার দিকে কলাবাগান থানার পান্থপথ গ্রিন লাইন বাস কাউন্টারের হলরুমে পরিবহনমালিক, চালক, সহকারী ও স্থানীয় জনগণকে নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাফিক রমনা বিভাগের উপকমিশনার মো. জয়নুল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন রমনা (ক্রাইম) বিভাগের অতিরিক্ত উপকমিশনার (নিউমার্কেট জোন) শাহেন শাহ্, রমনা (ট্রাফিক) বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. সোহেল রানা, রমনা (ক্রাইম) বিভাগের সহকারী কমিশনার (ধানমন্ডি জোন) আবু তালেব, রমনা (ট্রাফিক) বিভাগের সহকারী কমিশনার (ধানমন্ডি জোন) নব কুমার বিশ্বাস ও পরিবহনমালিকেরা।
অনুষ্ঠানে পরিবহনমালিকেরা ট্রাফিক রমনা বিভাগের উপকমিশনারের কাছে তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়টি তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ট্রাফিক রমনা বিভাগের উপকমিশনার মো. জয়নুল আবেদীন বলেন, ‘ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আপনাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। যারা সড়ক পরিবহনব্যবস্থায় বাধাবিপত্তি সৃষ্টি করবে, আমরা সম্মিলিতভাবে তাদের মোকাবিলা করব।’