সভায় প্রধান অতিথি ও সভাপতি ছিলেন টিডিএস ঢাকার পুলিশ সুপার (ট্রেনিং) মোহাম্মদ আব্দুল হালিম। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলে (টিডিএস) নবায়ন সার্টিফিকেট কোর্সের সিলেবাস ও কন্টেন্ট পুনর্বিন্যাসসংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও সভাপতি ছিলেন টিডিএস ঢাকার পুলিশ সুপার (ট্রেনিং) মোহাম্মদ আব্দুল হালিম।

এ সময় তিনি নবায়ন সার্টিফিকেট কোর্সের সিলেবাস ও কন্টেন্ট পুনর্বিন্যাস এবং প্রশিক্ষণার্থীদের দক্ষতা বাড়াতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

সভায় অংশ নেওয়া পুলিশ সদস্যগণের একাংশ। ছবি : বাংলাদেশ পুলিশ

সহকারী পুলিশ সুপার (ট্রেনিং) মো. মাহবুব হোসেন, পুলিশ পরিদর্শক (ট্রেনিং) মো. আব্দুছ ছাত্তার খান এবং ট্রেনিং শাখার সব সদস্যবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর থেকে ৮ সপ্তাহ মেয়াদি ২৫তম নবায়ন সার্টিফিকেট কোর্স শুরু হবে।