দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় যোগ দিতে গাজীপুরের টঙ্গীতে আসতে শুরু করেছেন মুসল্লিরা। ফলে রাজধানীর বিমানবন্দরগামী সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

আজ বৃহস্পতিবার সকাল থেকে বিমানবন্দর এলাকা থেকে কুড়িল বিশ্বরোড এলাকা ছাড়িয়ে যায় থেমে থাকা গাড়ির সারি। খবর কালের কণ্ঠের।

যানজটের কারণে রাজধানীর বনানী, বিমানবন্দর, উত্তরা ও কুড়িলে বিপুলসংখ্যক যাত্রীবাহী গাড়ি আটকে থাকে। আবদুল্লাহপুর-টঙ্গী-গাজীপুরের সড়কে মাত্রাতিরিক্ত চাপ দেখা গেলেও ঢাকামুখী সড়কে যানবাহন কম রয়েছে।

উত্তরা ট্রাফিক বিভাগের উত্তরা পূর্ব জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রফিকুল ইসলাম বলেন, গতকাল বুধবার থেকে দলে দলে মুসল্লিরা আসছেন বিশ্ব ইজতেমায়। এর প্রভাব দেখা গেছে সড়কে। সড়কের যানজট পরিস্থিতি কখন স্বাভাবিক হবে, তা বলা যাচ্ছে না।