আটক তিন রোহিঙ্গা নাগরিক। ছবি : কালের কণ্ঠ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন থেকে তিনজন রোহিঙ্গা নাগরিককে আটক করেছেন স্থানীয়রা। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। খবর কালের কণ্ঠের।

গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে তাঁদের কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এর আগে রাত পৌনে ১২টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাদিরারচর এলাকা থেকে তাঁদের আটক করেন স্থানীয়রা।

আটক ব্যক্তিরা হলেন ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৬৮ নম্বর ক্লাস্টারের সাইফুল ইসলাম (৩২), ৮৯ নম্বর ক্লাস্টারের মোহাম্মদ সালাম (১৫) ও ৬১ নম্বর ক্লাস্টারের মোহাম্মদ সালাম (২০)।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান বলেন, দালালের মাধ্যমে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে এসেছিলেন আটক রোহিঙ্গারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পুনরায় তাঁদের ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।