নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন (৪২) আগামী মাসে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। ১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) জেসিন্ডা নিজেই এ ঘোষণা দিয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, জেসিন্ডা আরডার্ন তাঁর লেবার পার্টির সদস্যদের সঙ্গে এক বৈঠকে বলেছেন, ‘আমি মানুষ। আমরা যতক্ষণ পারি সর্বোচ্চটা দিয়ে যাই। এরপর চলে যাওয়ার সময় হয়। এখন আমার চলে যাওয়ার সময়।’

জেসিন্ডা বলেন, আরও চার বছর চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট শক্তি আমার নেই।

প্রধানমন্ত্রী হিসেবে জেসিন্ডার শেষ কর্মদিবস হবে আগামী ৭ ফেব্রুয়ারি। এরপর নিউজিল্যান্ড লেবার পার্টিতে তাঁর উত্তরসূরি নির্বাচনে ভোট হবে। দেশটির পরবর্তী জাতীয় নির্বাচন আগামী ১৪ অক্টোবর।

জেসিন্ডা বলেছেন, আমি ছেড়ে দিচ্ছি; কারণ, এ ধরনের কাজের সাথে সাথে বড় দায়িত্বও চলে আসে। দায়িত্বটি হলো কখন তুমি নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য আর কখন নও, তা বুঝতে পারা।